নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
বন্ধ হওয়া পাটকলগুলো অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু ও মজুরী কমিশনের এরিয়য়াসহ সকল পাওনা পরিশোধের দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারিরা। রোববার (১৮ অক্টোবর ) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় জুট মিলস শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন,করোনা দুর্যোগের মাঝে বন্ধ করে দেয়া হয় জাতীয় জুটিমলসহ দেশের বেশ কয়েকটি পাটকল।এসব মিলের শ্রমিক-কর্মচারীদের মজুরী কমিশনের কোনো বকেয়া পরিশোধ করা হয়নি।ফলে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ শ্রমিক-কর্মচারি মানবেতর জীবনযাপন করছে।দুই মাসের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশীপের মাধ্যমে মিলটি চালানোর কথা ছিল।কিন্তু সাড়ে তিন মাস পার হলেও এখনো মিল চালুর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। অবিলম্বে জাতীয় জুটমিল রাষ্ট্রীয় মালিকানায় দ্রুত চালুর দাবি জানানা বক্তারা। জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারি সমন্বয় পরিষদের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও জাতীয় মুক্তি কাউন্সিলের আহবায়ক বরকতুল্লাহ, সিপিবির জেলা সভাপতি ইসমাইল হোসেন ,জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার,পাটকল শ্রমিক মনিরুল ইসলাম এবং বাবুল আক্তার।