জাতীয় বার্তাকক্ষ
যমুনাপ্রবাহ.কম: আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদের শূন্য আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রধান সমন্বয় করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আব্দুল মান্নান তালুকদার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জ জেলা বিএনপির রুমানা মাহমুদ, বিএনপির ত্রাণ ও পূর্ণ বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান। এছাড়াও আছেন ড. এম এ মুহিত, গোলাম সরওয়ার, রফিকুল আলম খান পাপ্পু, কে এম শরফুদ্দীন মঞ্জু, মোস্তাফিজুর রহমান মুনির। গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর ওই আসনে ভোট গ্রহণ হবে।
সূত্র: বাংলানিউজ