কামারখন্দ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে (৩৫) গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কায়েস কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের আবুল ফজল সাচ্চুর ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কায়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কায়েস। বাকি তিনটি মামলায় তিনি জামিনে রয়েছেন। শুক্রবারা ভোররাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।