নিজস্ব প্রতিবেদক যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এর একমাত্র পুত্র প্রয়াত মাসুদ আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা মসজিদে প্রয়াত মাসুদ আহমেদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রয়াত মাসুদ আহমেদের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, তার পিতা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমূখ। এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ইসাহাক আলী , কাজিপুর পৌরসভার সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও মুসুল্লিরা দোয়া মাহফিলের অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাত্তলানা আবু বক্কার সিদ্দিক। উল্লেখ্য ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারীতে মাসুদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।