নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় ২৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দাড়িয়েছে ৩৫ শতাংশেরও বেশি। শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনি বলেন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৬৬ জনে। সুস্থ হয়েছেন প্রায় ১ হাজার ৮৬৭ করোনা রোগী। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৬ এপ্রিল জেলায় প্রথম ১জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়।