নিজস্ব প্রতিবেদক
যমুনাপ্রবাহ.কম: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮০ পিস বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শহরের জুবলী বাগান লেন থেকে ওই একজনকে আটক করা হয়।
আটককৃত আসামী রায়গঞ্জ উপজেলার ভিকমপুর গ্রামের শ্রী নিতিশ দত্তের ছেলে শ্রী জয় কুমার দত্ত (২১)। এই ঘটনায় অপর আসামী এনায়েতপুর থানার খাসারগ্রামের অমর চন্দ্র দাসের ছেলে মিঠুন কুমার (৩২) পলাতক রয়েছে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বিপিএম জানান, এসপি মহোদয়ের দিক নির্দেশনায় এসআই মো: আরিফুল ইসলাম ও এএসআই মোঃ শাহীদ আখতারসহ তাহাদের সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে জুবলী বাগান লেনে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৮০ পিস বিয়ার উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।