নিজস্ব প্রতিবেদ | যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি অভিযানে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ৬জনকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারী) গভীর রাতে এনায়েতপুর থানার খাজা ইউনুস আরী মেডিকেল কলেজ এন্ড হসাপতালের সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মুরালিপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে অদু মিয়া (২৭) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানার সোনারগাঁও গ্রামে মহারাজ মীরের ছেলে মাহবুব মীর (২৪)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, শিয়ালকোল গ্রামের মৃত বিনয় শর্মার ছেলে বরুন শর্মা (২৫), গোপাল সাহার ছেলে ইন্দ্রজিত সাহা (২৪) ও মদন চন্দ্র সাহার ছেলে সাগর সাহা (২১)। এর আগে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮ লিটার মদসহ নূর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।