নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
মাস্ক-হেলমেট না থাকায় সিরাজগঞ্জে ১৪ জনের বিভিন্ন পরিমানে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপরে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায় মোকাবেলায় জনসম্মুখে সকলের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। শিয়ালকোল বাজারে অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ১০ যাত্রীকে মোট ১২শ ২০ টাকা জরিমানা করা হয়। এ সময় পথচারী, অটোচালক, সিএনজিচালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি তাদেরকে করোনার ২য় ওয়েভ নিয়ে সচেতন করা হয়। অপরদিকে একই এলাকায় হেলমেটবিহীন মোটর বাইক চালানোয় চার চালককে বিভিন্ন অংকের সর্বমোট ২৮শ টাকা জরিমানা করা হয়েছে।