নিজস্ব প্রতিবেদক।। যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ : সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস’। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বরে ৪র্থ সপ্তাহে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ‘
নদী একটি জীবন্ত সত্তা নদী বাচঁলে বাঁচবে মানুষ, বাঁচবে দেশ এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি হলরুমে সিরাজগঞ্জ মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) বাস্তবায়নে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এমএমইউএস’র হেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ইসাহাক আলী, কাউন্সিলর নাসিমা বেগম, জেলা প্রাণিসম্পদ বিভাগের মনিটরিং অফিসার প্রিয়াংকা সাহা তুলি, গোলাম রব্বানী বাবু, পি ডব্লিউ ডি নির্বাহী পরিচালক হোসনে আরা জলি।