নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।
সংগঠনের সভাপতি তাহমিনা কলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্য ব্যক্তিত্ব আনু ইসলাম, কবি মুক্তিযোদ্ধা খ. ম আখতার হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডোরেশনের সভাপতিমন্ডলীর সদস্য মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহম্মেদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলাম, কন্ঠশিল্পী সূর্য্য বারি, ডা. কামরুল হাসান মুরাদ, ইমরান হাশমী প্রমূখ।অনুষ্ঠানের সঞ্চলনা করেন এ কে আজাদ ও ফরিদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করেন মামুন সালাম, হেলাল আহম্মেদসহ প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের শিক্ষার্থীরা। পরে ধর্ষণ বিরোধী একটি নৃত্যনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।