ভিত্তি স্থাপন করেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
নিজস্ব প্রতিবেদক যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জে পৌর বর্জ্য থেকে জ্বালানি উতপাদনকারী কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে শহরতলীর বনবাড়িয়া এলাকায় যুক্তরাজ্যের স্কলার্স পাওয়ার লিমিটেড ও তাদের সহযোগী বাংলাদেশী প্রতিষ্ঠান এনডিউরিং এনার্জি লিমিটেড এর সহায়তায় এ কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। পরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রকল্পটির পরিচিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বক্তারা বলেন, প্রত্যেক জাতির জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। বিশ্বের সব উন্নত শহরগুলো কত পরিচ্ছন্ন ও সুন্দর। বাংলাদেকেও দুষণ ও বর্জ্যমুক্ত রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যমুক্ত করা হবে।
সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. হাসিবুল আলম (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম রওশনুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন, বেঙ্গলি পার্টনার্স লিমিটেডের পরিচালক মি. রিচার্ড ক্ল্যাম্প, মি. রবার্ট কেবল, যুক্তরাজ্য ডাইক্লোন ইন্ক এর পরিচালক মি. রিচার্ড কাসেই, আরইসি’র সিইও মি. পিট মালভানি, স্কলার্স পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শামসুন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, এনার্জি এনডিউরিং লিমিটেডের পরিচালক খন্দকার এম. নুর-এ-আলম প্রমূখ।