নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনজিলা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ( ৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়া রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজিলা বেগম কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পুবপাড়া গ্রামের আমিনুল তালুকদারের স্ত্রী বলে জানা গেছে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আমিনুল ইসলাম যমুনাপ্রবাহ.কমকে জানান, আজ সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উপ-পরিদর্শক আমিনুল আরও বলেন, এলাকাবাসী ও পরিবারের লোকজনদের তথ্য অনুযায়ী পারিবারিক কলহের কারনে মনজিলা বেগম ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্বহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।