বিশেষ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ হুমায়ুন কবীর খোন্দকার । জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ ফোরকান শিকদার, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম রওশন কবীর। এ সময় জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ মঈন উদ্দিন, জেলা মহিলা বিষয়ক দপ্তরে উপ পরিচালক কানিজ ফাতেমাসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনলাইন জুমের এ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বলেন, রাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ন। শিশু জন্মের ৪৫ দিনের মধ্য নিবন্ধন হলে সরকারি বিভিন্ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হয় এবং শিশুরা সরকারি বিভিন্ন কর্মসূচীর সুবিধা পায়। তাই জন্ম ও মৃত্যুর দ্রুত নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।