নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ মোছা: রিপা বেগম (২৬) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২ সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাত তিনটার দিকে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক রিপা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবলাবোনা গ্রামের কালাম হোসেনের স্ত্রী।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি অভিযানিক দল চড়িয়া কালিবাড়ি ১নং ব্রিজের পূর্ব পাশে হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী যাএীবাহী বাস সোনিয়া এন্টার প্রাইজ এ তল্লাশী চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ ওই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।