নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ আতিক হাসান (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক আতিক হাসান রংপুর জেলার কোতোয়ালী থানার দবিরগঞ্জ গ্রামের মৃত তমছের আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আমবাড়ী গ্রামে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোড মোড় থেকে ১৫০ গজ উত্তরে আতিয়া আবাসিক হোটেলের সামনে বগুড়া টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-১১-০০৬২) গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।