নিজস্ব প্রতিবেদক. যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) ভোররাত ৩টার দিকে সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নে ধোপাকান্দি এলাকার আল আরোবীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলা কামাল খামার মধ্যপড়া গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩০), নাটের জেলার বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে তুষার হোসেন (২১) ও একই জেলার মধ্য উপশহর মধ্যপাড়া গ্রামের ফজল মিয়া মেয়ে শম্পা আক্তার (২০)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার, হাসিবুল আলম (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সলঙ্গ থানায় মামলা দায়ের করা হয়।