নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম:
সিরাজগঞ্জের সলঙ্গায় ০৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী রমজান আলীকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী সলঙ্গা থানার চক চৈত্রহাটি গ্রামের মৃত জাফর আলী খাঁর ছেলে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।