নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকে বুধবার (২৭ জানুয়ারি) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আটকরা হলেন, জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার তাঁতীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সাকিবুল ইসলাম জনি (২১), একই উপজেলার ভীমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান শেখ (২৪) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মৃত শামছুল হকের আবুল কাসেম (২১)।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বুধবার ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক হতে তল্লাশী চালিয়ে ৫০০ বোতল উদ্ধার করা হয়। এ সময় সাকিবুল ইসলাম জনি ও রমজান শেখকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে উল্লাপাড়া থানার ভদ্রকোল গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিচ ইয়াবাসহ আবুল কাসেমকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।