নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩৯ পিচ ইয়াবাসহ আলমগীর (২৯) নামে এক যুববকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলমগীর এনায়েতপুর থানার নওহাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানী কমান্ডার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়।