নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ। এছাড়াও শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, সরকার তৃণমুল মানুষের দোড়গোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে।