নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম:
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণকে যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান।তাই শেখ হাসিনার বিকল্প নেই। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানাবিধ পরিকল্পনা নিয়েছে। ভবন সংকটে বাচ্চাদের শিক্ষাগ্রহনে যেন কোন প্রকার বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রতিটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে নতুন নতুন নির্মানের উদ্যোগ গ্রহন করেছেন। বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি মুন্না আরও বলেন, রাস্তাঘাট, বিদ্যুত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । যাতায়াত ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কাঁচা রাস্তা পাকাকরণ করা হয়েছে। এছাড়াও মাদক, বাল্য বিবাহ যেভাবে বেড়ে চলেছে তা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভভন নির্মাণ কাজের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪নং শিয়ালকোল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আ.লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দিপু, সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সদর উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার সিকদার, শিয়ালকোল ইউনিয়নের আ.লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু প্রমূখ।