নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম:
“পাখি সংরক্ষণে সকলে একসঙ্গে কাজ করি”, এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস। শনিবার (১০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ। দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুর হক দিনার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাম ছোরয়ার, শিক্ষক আব্দুল সালাম। সভায় বক্তারা পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়। তাই পাখিকে রক্ষা করা সকল মানুষেরই দায়িত্ব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য এছাড়াও দি বার্ড সেফটি হাউজ’র সদস্য ইয়াকুব আলী, সাজিদ মুন ও শহিদুল ইসলাম জীবন প্রমুখ।