নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৮শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। সোমবার (০৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার মোঃ এরশাদুর রহমান। আটক সাইদুর রহমান উপজেলার কৈজুরি গ্রামের মৃত মাহমুদ শেখের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার (০৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজারের পাশে নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।