নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বুড়ি পোতাজিয়া এলাকায় বড়াল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার ওসি (তদন্ত ) ফজলে আশিক জানান, আজ সকালে বুড়ি পোতাজিয়ার চড়াচিথুলিয়া রিং বাঁধের উত্তরে বড়াল নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরের দিকে মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের পরনে একটি থ্রি-কোয়াটার প্যান্ট ছিল । লাশ পঁচে যাওয়ায় নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি ।