আবুল কাশেম যমুনাপ্রবাহ.কম
শাহজাদপুর: শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২০) নামের এক যুবক মারা গেছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে পড়ে মমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে গ্রামের শুকুর আলীর ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।