তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
ফ্রান্সে রাষ্টীয় মদদে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সা:) ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার আয়োজনে ওই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াশ ডিগ্রী কলেজ গেট হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইসলামী আন্দোলন তাড়াশ উপজেলা সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মুফতি মাওলানা মুহিবুল্লাহ, তাড়াশ উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম ওসমানী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ সভাপতি মাওলানা এইচ এম মাহবুউল্লাহ, মুফতি মাওলানা নাজমুল হুসাইন, মুফতি মাওলানা আব্দুর রহিম প্রমূখ। সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহন করেন।