বিশেষ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: বিশিষ্ট রবীন্দ্র গবেষক, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা (৭৫) আর নেই। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭.১৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবণ করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার বাসিন্দা নাছিম উদ্দিন মালিথার মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন, শাহজাদপুরের বাতিঘর ও সর্বজন শ্রদ্বেয় শিক্ষক। তার একমাত্র ছেলে চকর মালিথা বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে চীফ রিপোর্টার পদে কর্মরত আছেন। মেয়ে নাজিয়াত মালিথা বৃষ্টি ঢাকার ইডেন কলেজের সহকারি অধ্যাপক। শনিবার বাদ মাগরিব তার দীর্ঘদিনের কর্মস্থল শাহজাদপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা শেষে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, শাহজাদপুর পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক নাট্যকার, কবি ও সাংবাদিক ম.জাহান,শাহজাদপুর উপজেলা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ।