বিশেষ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, যোগ্য রাজনৈতিক ব্যক্তিরাই জগনের কল্যাণ বয়ে আনে। এদের কারনেই দেশের উন্নয়ন করা সম্ভব। যারা অতিথি পাখির মত রাজনৈতিক দলে যোগ দেয় তারা অল্প দিনের মধ্যেই দল থেকে বিদায় নেয়। স্বাধীনতার পক্ষের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। এ দলে কোন অশুভ শক্তি যাতে ঢুকতে না পারে, সেদিক দিয়ে আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজ মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে দ্বিধাদ›দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন মেম্বারের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিঠুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, অধ্যক্ষ মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা এমরান হোসেন জুয়েল, সাইদুল ইসলাম ও যুবলীগ নেতা সেলিম রেজা প্রমূখ।