নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সিরাজগঞ্জের ১১জন নেতা। এদের মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য ও দুজন সম্পাদকমন্ডলীতে এবং বাকীরা নির্বাহী সদস্য পদ পেয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সদ্য ঘোষিত কমিটিতে সিরাজগঞ্জের যারা স্থান পেয়েছেন তারা হলেন, সভাপতিমন্ডলীর সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শিশির, উপ-শিল্প ও বানিজ্য সম্পাদক ফিরোজ আল-আমিন, নির্বাহী সদস্য আসাদুল্লাহ তুষার, ভিপি আব্দুর রহিম, শাম্মী খান, নুর হোসেন সৈকত, ইসমাইল হোসেন সুমন, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, কামরুল ইসলাম সজীব ও দেলোয়ার হোসেন রাইন।