নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আমিনুল ইসলাম চৌধুরী কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।
জানা যায়, দৈনিক ইত্তেফাকের সাবেক ব্যুরো চিফ (বগুড়া), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আমিনুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নিজ বাড়ীতে পিছলে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান। ২৫ সেপ্টেম্বর চিকিতসার জন্য ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিতসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিতসা নিচ্ছেন।
আমিনুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে তিনি কিছুটা ভালো বোধ করছেন। নিয়মিত থেরাপি ও ওষুধ গ্রহণ করছেন। চিকিতসক বলেছেন তাকে কমপক্ষে দুই সপ্তাহ চিকিতসা নিতে হবে। তার সুস্থতার জন্য জেলার সকল সাংবাদিকসহ শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করেছেন।