যমুনা প্রবাহে সংবাদ প্রকাশের পর ঘানি টানা সেই জাকিরকে গরু দিলেন জেলা প্রশাসক
jamuna
November 13, 2020
তাড়াশ, লিড নিউজ, সিরাজগঞ্জ
70 দেখা
রফিকুর ইসলাম, তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
গরুর অভাবে নিজেই ঘানি টেনে তেল উতপাদনকারী সেই জাকির হোসেন জিক্কুকে একটি গরু দিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ। বৃস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাদারজানি গ্রামে ওই দম্পতিকে ঘানি টানার জন্য ৬৪ হাজার ৫ শত টাকা মূল্যের একটি বলদ গরু প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,বিএম রওশন কবির, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুনসহ তাড়াশ মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ বলেন, মুজিব বর্ষে বর্তমান সরকারের অঙ্গীকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে এই বলদ গরুটি ঘানি টানার কাজের জন্য প্রদান করা হলো। উল্লেখ্য, তাড়াশে গরুর অভাবে তেলের ঘানি টানেন জাকির দম্পতি শিরোনামে গত ৮ নভেম্বর এ বিষয়ে দৈনিক যমুনা প্রবাহে সংবাদ ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশের পর জেলা প্রশাসকের নজরে আসে।