নিজস্ব প্রতিবেদক
যমুনাপ্রবাহ.কম: যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জ সদর ও চৌহালীতে ১৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমান আদালত। এসব অভিযানে ৩৫ কেজি ইলিশ ও ৫৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ রহমত উল্লাহ’র নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি ইলিশ ও ৫০ হাজার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে ৪ জেলে পালিয়ে যাওয়ায় তাদের নৌকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৭ জেলেকে ১৪ দিন করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ আগষ্ট) রাতভর চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি মাছ ও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন প্রত্যেক জেলেকে ১ বছর করে কারাদন্ডাদেশ দেন। উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধংস ও ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে চৌহালী উপজেলা মতস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।