Home / জাতীয় / যমুনার ভাঙনরোধে বাঁধ নির্মাণে দাবীতে এনায়েতপুরে মানববন্ধন

যমুনার ভাঙনরোধে বাঁধ নির্মাণে দাবীতে এনায়েতপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

যমুনাপ্রবাহ.কম : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে শুরু হয়েছে ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলিন হয়েছে শতাধিক বাড়ীঘর ও শত শত বিঘা ফসলী জমি। আতংকে রয়েছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। স্বর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেকেই। এ অবস্থায় ভাঙনরোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্থ মানুষগুলো নদীর তীরে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত বাঁধ নির্মাণের দাবী জানিয়ে বলেন, ৫ বছর ধরে এনায়েতপুর দক্ষিণাঞ্চলে যমুনার ভাঙনে হাজারও ঘরবাড়ি, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান, তাঁত কারখানা বিলীন হয়েছে। সম্প্রতি যমুনায় পানি কমতে শুরু করায় প্রচন্ড ¯্রােতে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে । ভাঙনরোধে এখনও কোন পদেক্ষপ নেয়া হয় নাই। এনায়েতপুরবাসী ত্রাণ চায় না। ৫টি গ্রামের হাজার মানুষের বসত ভিটা ও ফসলি জমি, কাপড়ের হাট খাজা এনায়েতপুরীর মাজার, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা রক্ষায়  স্থায়ী বাঁধ চায়। মানববন্ধনে এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, সমাজসেবক শাহ আলম ভুইয়া, শিক্ষক রুখছানা ইসলাম, ব্যবসায়ী মোখলেছুর রহমান, রওশন আলী ও শিক্ষার্থী মেরাজুল ইসলাম সহ ক্ষতিগ্রস্থ এলাকাবাসি উপস্থিত ছিলেন।

About jamuna

আবার চেষ্টা করুন

নয় মাসে জাতীয় রাজনীতির দুই নক্ষত্র হারালো সিরাজগঞ্জ

স্বপন চন্দ্র দাস যমুনাপ্রবাহ.কম : মোহাম্মদ নাসিমের ও এইচ.টি ইমাম-সিরাজগঞ্জের দুই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *