মহসীন আলী, তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
আজ ১৫ নভেম্বর ২০২০ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পূরুষ বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক ও সমাজকর্মী এম. সেরাজুল হকের ৫৭ তম মৃত্যু বার্ষিকী। ১৯০৩ সালের ১৫ নভেম্বর ততকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমাধীন তাড়াশ থানার মোরশেদগুনা বর্তমান সেরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন চলনবিলানঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ। কলকাতা থেকে প্রকাশিত লাঙল পত্রিকার সহকারী সম্পাদক। ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার কারা ভোগ করেছেন। ১৯৩২ সালে হক সাহেবকে ব্রিটিশ সরকার তার নিজ গ্রাম সেরাজপুরে রাজনৈতিক কারনে দীর্ঘ দিন গৃহ বন্দি করে রাখেন। তার রচিত ১৫টি গ্রন্থের মধ্যে সিরাজী চরিত্র গবেষনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন পিএইচ, ডিগ্রী লাভ করছেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি অবিভক্ত ভারতের বিভিন্ন জায়গায় স্কুল- কলেজ -মাদ্রাসাএতিম খানা রাস্তা ঘাট নির্মানে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অন্ধকারাছন চলনবিলানঞ্চলের বাতিঘর। ১৯৬৩ সালের ১৫-ই নভেম্বর এই মহান ব্যক্তির মৃত্যু হয়।