যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেগম আশানূর বিশ্বাস।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামীলীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে মেয়র বেগম আশানূর বিশ্বাস বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তৃনমূলের নেতাকর্মীদের মুল্যায়ন করেছে এবং তাদের যে আশা-আকাঙ্ক্ষা মনের যে চাওয়া সব কিছুর উর্ধে লবিং গুরুপিং সবকিছু উপেক্ষা করে তৃনমূলের নেতাকর্মী কি চায় সেটার তিনি মুল্যায়ন করছেন। আশা করছি বেলকুচি পৌরবাসী আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।