বেলকুচি প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান প্রমূখ। এই সময় বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।