নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় নজরুল ইসলাম সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সরকার সমেশপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সমেশপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ নজরুল। এ সময় বেলকুচিগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।