বেলকুচি প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
প্রকাশকাল: ১৬০৭ মিনিট, ৪ অক্টোবর, ২০২০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে রবিউল খাঁন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার সূবর্ণসাড়া মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিউল খাঁন ওই গ্রামের মৃত করিম খাঁনের ছেলে। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, নিজের ঘরে রবিউল খাঁনের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।