কামারখন্দ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের কামারখন্দে কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের গত ১০ মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে নির্দিষ্ট শ্রেণির বাদ পড়ে যাওয়া শিখনফল অর্জনের জন্য অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। ৯শ’ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে বকেয়া বেতনের টাকা পরিশোধ না করলে নতুন শ্রেণিতে উর্ত্তীর্ণ করা হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। তবে বেতন পরিশোধ না করে অ্যাসাইনমেন্ট গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেন প্রধান শিক্ষক। কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র আব্দুল মোমিন জানান, অ্যাসাইনমেন্টের ব্যাপারে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষকরা ২শ’ টাকা পরীক্ষার ফি দিতে হবে বলে জানান। পরে ২শ’ টাকা পরিশোধ করলে বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্ন ও খাতা দেয়া হয়। আর তাছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এ প্রতিষ্ঠানে আগে থেকেই কিছু টাকা বেশি নেয়া হয়। একই শ্রেণির শিক্ষার্থী রিফাত সরকার জানান, আমি বিদ্যালয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে গিয়েছিলাম। কিন্ত টাকা ছাড়া অ্যাসাইনমেন্ট গ্রহন করা হয়নি। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রানা সরকার জানান, বিদ্যালয়ে অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও খাতা আনতে গেলে গত ১০ মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র গ্রহন করা হবে না বলে জানান প্রধান শিক্ষক। পরে ২শ’ টাকা পরিশোধ করে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র জমা দিয়েছি। এ ব্যাপারে কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সবুর জানান, অ্যাসাইনমেন্ট জমা দেয়ার ব্যাপারে কোন টাকা নেয়া হচ্ছে না। কোন শিক্ষার্থীকে বেতন দিতে বাধ্য করা হচ্ছে না। কোন শিক্ষার্থী যদি স্বেচ্ছায় বেতনের টাকা দেয় তাহলে সেটা গ্রহন করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, সাম্প্রতিক সময়ে কোন বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বাবদ বা বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেয়া যাবে না। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্ট বাবদ অথবা বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে চাপ প্রয়োগ করে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Home / সিরাজগঞ্জ / কামারখন্দ / বেতন পরিশোধ না করায় কামারখন্দে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নেয়া হচ্ছে না
আবার চেষ্টা করুন
সিরাজগঞ্জে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক যমুনাপ্রবাহ.কম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নজরুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে …