বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
“মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে গবাদি পশু মোটাতাজাকরণে যুবক-যুবীতের মধ্যে অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় বেকার যুবক ও যুবতীদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুম্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম মাষ্টার ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।