দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১৩ (নভেম্বর) শুক্রবার ভোর ৬টায় ঢাকা- গোবিন্দগঞ্জ এর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কলেজ বাজার বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান যমুনাপ্রবাহ.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই ব্যক্তি বাইসাইকেল যোগে নিজ বাড়ী যাওয়ার পথে পিছন দিক থেকে আলু বোঝাই একটি ট্রাক (দিনাজপুরে ট-১১-০১৭৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশটি ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে থাকে। সংবাদ পেয়ে পুলিশ উক্ত এলাকা থেকে লাশটি বিরামপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। ঘতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।
বিরামপুরে ট্রাকচাপায় পথচারী নিহত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম