বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় মুনসুর আলী (৩০) নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পাবর্তীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন বিরামপুর ষ্টেশনে পৌঁছলে এ দূর্ঘটনা ঘটে। আহত মুনসুর আলী নীলফামারী সদর উপজেলার ভরভরিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি ট্রেনের অপেক্ষায় স্টেশনের দাড়িয়ে ছিলেন। প্রতোক্ষদর্শীরা জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা বিরামপুর গামী একটি মালবাহী ট্রেন বিরামপুর স্টেশনে পৌছলে, দাড়িয়ে থাকা যাত্রী মনুসর আলীকে ধাক্কা দেয়। এতে তার বাম হাতটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। তার বিছিন্ন হাতটি নিজেই বহন করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিতসা নেয়ার পর উন্নত চিকিতসার জন্য কর্মরত চিকিসক তাকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ প্রেরণ করেন।