নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিবাদমান জমি চাষ করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আলহাজ্ব আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিমুলতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলহাজ্ব আলী জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের ওয়াজেদ আলী গংয়ের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে বিবাদমান ওই জমিতে চাষের কাজ করছিলেন জয়নাল ও তার ছেলে আলহাজ্ব। এ সময় প্রতিপক্ষ ওয়াজেদ আলী গংয়ের লোকজন গিয়ে হামলা চালায়। এতে আলহাজ্ব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিতসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।