যমুনাপ্রবাহ.কম: বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের মিলন মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা শামস্-ই ইলাহী অনু, সহ-সভাপতি আব্দুল আলীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, অর্থ বিষয়ক সম্পাদক শাহেদ সেলিম খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, কার্যনির্বাহী কমিটির সদস্য সঞ্জীব কুমার সরকার, সোহেল রানা বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক বি এম মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।