নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টাক বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে এ যানজটের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা কড্ডার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পরে। যানজটের কারণে ঢাকামুখী লেনে যাত্রীবাহী শত শত বাস দাড়িয়ে রয়েছে।
ভুক্তভোগী বাসযাত্রী ও স্থানীয়রা জানায়, সেতুর গোলচত্বর এলাকায় রাস্তার উপর একটি গাড়ী নষ্ট হওয়ার পর যানজট সৃষ্টি হয়। এ অবস্থায় গোলচত্বর এলাকায় বাস দাড় করিয়ে যাত্রীদের মুখে মাস্ক আছে কিনা সেটা চেক করছে। বাস চেকিংয়ের কারণে কিছুটা সময় লাগার ফলে যানজটের তীব্রতা বাড়ছে। প্রায় দেড়ঘন্টাব্যাপী চলছে যানজট। এর আগে ভোর ৪টার দিকেও এক দফা যানজট সৃষ্টি হয়েছিল বলে জানান সেতুর টোলপ্লাজার দায়িত্বে থাকা আব্দুল হালিম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী যমুনাপ্রবাহ.কমকে জানান, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা যাত্রীদের মুখে মাস্ক চেক করছি। মাস্কবিহীন যাত্রীকে মাস্ক পড়িয়ে দিচ্ছি। এ কারণে কিছুটা সময়ক্ষেপণ হচ্ছে। এছাড়াও একটি বাস বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় বিকল হয়ে পড়ায় যানজটের তীব্রতা বেড়ে গেছে। যানজট নিরসনেও কাজ করছে পুলিশ।