নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেছেন, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে সিরাজগঞ্জের পৌণ ৫ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ২৯৫ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসূল।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিরাজগঞ্জের গণমাধ্য কর্মীদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য দেন। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক, এসআইএমও ডা. হাসিব ও জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।