তাড়াশ থেকে মহসীন আলী, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ঘরে ঢুকে রাজিব (১৭ ) নামে এক ঘুমন্ত কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা গেছে ওই কিশোর। সোমবার ( ১৯ অক্টোবর) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব মহিষলুটি গ্রামের রহিচ উদ্দিনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, আজ সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহিষলুটি বাজারের পাশের একটি বসতবাড়ির ঘরে ঢুকে পরে। এতে রাজিব নামে কিশোর ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।