নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ: নারী শ্রমিককে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগে সিরাজগঞ্জে ব্রাদার্স টেক্সটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজারসহ চার শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সকালে নির্যাতিতা নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ব্রাদার্স টেক্সটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা এমদাদুল হক (৫৫), চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাওসার (২৩) একই গ্রামের আব্দুল খালেক (৩২) ও নাসির (২২)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। আসার পথে সহকর্মীরা তাকে মিথ্যা প্রলোভনে চন্ডিদাসাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগণি বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে এসে পাকা সড়কের উপর দাড়িয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে আত্মীয়-স্বজনদের ফোনে বিষয়টি জানান। আত্মীয়-স্বজনরা রাতেই বিষয়টি মিমাংসার প্রস্তাব দিলে অভিযুক্তরা চন্ডিদাসগাঁতী এলাকায় আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ম্যানেজারসহ চারজনকে আটক করে। সকালে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানোর প্রস্তুতি চলছে।