
নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
নজরুল সংগীত শিল্পী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মিলন মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন বছর মেয়াদি ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নজরুল সংগীত শিল্পী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নবী নেওয়াজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের ইবনে আবুল জিকোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নজরুল সংগীত শিল্পী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তাপস, সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির অন্যতম সদস্য কন্ঠশিল্পী আমিনুল ইসলাম, জলিনা ইয়াসমিন, শামস-ই এলাহী অনু, উপদেষ্টামন্ডলীর সদস্য মােফাজ্জল হোসেন, ম আব্দুল মান্নান, মুন্সি হেলাল উদ্দিন, রনজিৎ কুমার সাহা, আমিনুর ইসলাম প্রমূখ।
সভায় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল, নন্দ গােপাল রায়, ফজলে খোদা উল্লাস, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ্র, সাংগঠনিক সম্পাদক তন্ময় রায়, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম শিশির, সনেট দাস, নির্বাহী সদস্য স্বপন চন্দ্র দাস ও প্রকাশ কুমার সিংহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।