নিজস্ব প্রতিবেদক ।। যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী বলেছেন, দীর্ঘ ২৩ বছর পৌর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। এক সময় ওয়ার্ডগুলো থেকে নেতৃত্ব দেয়ার
লোক খুঁজে পাওয়া যায় নাই। মিছিল মিটিং করার জন্য বাড়ি বাড়ি থেকে মানুষকে ডেকে এনেছি। এ কারণে সিরাজগঞ্জ পৌর এলাকার প্রতিটি অঞ্চলের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। এবার জনগণের সেবা করতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার আন্দোলনের শুরু থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এরশাদ বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। কোনদিন কোন কিছু চাই নি। গত দুবার মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলাম-কিন্তু দল মনোনয়ন দেয়নি। তারপরও দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করেছি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী এলাকাবাসীর দোয়া কামনা করে বলেন, আপনারা পাশে থাকলে এবং দল মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করবো ইনশাল্লাহ। ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সাবেক সভাপতি আব্দুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন, সদর থানা যুবলীগ নেতা শুকুর মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।